1. southchalbalhighschool@gmail.com : SOUTH CHALBAL KHAN HIGH SCHOOL : SOUTH CHALBAL KHAN HIGH SCHOOL
  2. jmitsolution24@gmail.com : support :

প্রধান শিক্ষকের বাণী

Education is the backbone of our nation and teacher is the backbone of our education. যেহেতু শিক্ষার মেরুদন্ড শিক্ষক সেহেতু জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের শক্ত করে বিদ্যালয়ের হাল ধরতে হবে। বিদ্যালয় নামক সোনারতরীটির প্রধান হালের বৈঠাটি প্রতিষ্ঠান প্রধানকে শক্ত করে ধরতে হবে। বিদ্যালয়ের অন্যাণ্য শিক্ষক-কর্মচারীরা বৈঠা বেয়ে সোনার তরীটি মূল লক্ষ্যে পৌছে দিবেন। আর এ সোনার তরীর যাত্রী হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আনন্দ, উল্লাস ও সাচ্ছন্দের মধ্য দিয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে হবে। তাহলেই সার্থক হবে আমাদের শিক্ষকদের জীবন। বিদ্যালয়ের নামে ওয়েবসাইট তৈরি এ যেন স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল।

© All rights reserved © 2023
Mainntenance BY School Web